ইনসাইড বাংলাদেশ

কেটেছে মিধিলি’র প্রভাব, বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু


প্রকাশ: 18/11/2023


Thumbnail

ঘূণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে সব রুটে বন্ধ করা হয় লঞ্চ চলাচল। প্রভাব কেটে যাওয়ায় প্রায় ২০ ঘণ্টা পর বরিশাল থেকে পূণরায় চালু হয়েছে লঞ্চ চলাচল।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। সন্ধ্যায় ঢাকা রুটের লঞ্চ চলাচল করবে বলে জানা গেছে।

বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পরিস্থিতি ভালো হওয়ায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বিআইডব্লিউটিএ। একই দিন দুপুর ১২টার দিকে বাংলাদেশের উপকূল স্পর্শ করে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অগ্রভাগ। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূলে আঘাত হানে।

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সারাদেশে শেষ খবর পাওয়া পর্যন্ত আটজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে কক্সবাজারে চারজন, চট্টগ্রামে দুইজন এবং টাঙ্গাইল-শরিয়তপুরে যথাক্রম একজন নিহত হয়েছেন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭