ওয়ার্ল্ড ইনসাইড

ফিলিস্তিনে সহিংসতার তদন্ত চায় বাংলাদেশসহ ৫ দেশ


প্রকাশ: 18/11/2023


Thumbnail

৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিন-ইসরায়ের যুদ্ধ চলছে। জাতিসংঘসহ বিশ্বের অনেক সংস্থা চলমান পরিস্থিতির বিরতি কিংবা যুদ্ধ বন্ধের আহ্বান করলেও তা হচ্ছে না। এনিয়ে তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। 

তবে এরই মধ্যে ফিলিস্তিনে সহিংস পরিস্থিতি তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন জানিয়েছে বাংলাদেশসহ পাঁচটি দেশ। এই তালিকায় আরও রয়েছে দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমরোস ও জিবুতি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার মধ্যেই এই আবেদন জানাল দেশগুলো।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন আইসিসির প্রসিকিউটর করিম খান। বিবৃতিতে করিম খান বলেন, ২০১৪ সালের পর থেকে (ইসরায়েল কর্তৃক) যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগের বিষয়ে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে আইসিসির একটি তদন্ত চলমান। তদন্তটি শুরু হয় ২০২১ সালের মার্চে। দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে সংঘটিত আন্তর্জাতিক অপরাধের বিচারের এখতিয়ার আছে—আইসিসির এমন আদেশের পরপরই তদন্তটি শুরু হয়। এতে ইসরায়েলের যুদ্ধাপরাধ বিচারের সম্ভাব্য দ্বার উন্মোচিত হবে।

আইসিসির প্রসিকিউটর বলেন, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে সংঘাত ও সহিংসতা বৃদ্ধির ঘটনাও তদন্তের আওতায় আনা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭