ইনসাইড বাংলাদেশ

পিকআপে আগুন: বিএনপির যুগ্ম আহবায়কসহ ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশ: 19/11/2023


Thumbnail

জয়পুরহাটে বিষ্ফোরক মামলায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০/৩৫ জনের নামে মামলা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকালে গাড়ির মালিক বিপ্লব হোসেন মন্ডল বাদী হয়ে জয়পুরহাট থানায় বিস্ফোরক আইনে মামলা করেন।

এঘটনায় রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাসুদ রানা (৪৫) নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাকে সদর উপজেলার জামালপুর (পূর্ব বাজার) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বিএনপির টানা ৪৮ঘন্টা হরতাল সমর্থনে জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। শনিবার সদরের পাকারমাথা-বটতলী বাইপাস সড়কের বিনশিরা এলাকায় একটি খালি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। ওই পিকআপটি রাতে র‌্যাকার দিয়ে নিয়ে আসা হয়েছে পুলিশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭