ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল ভোগান্তিতে জনসাধারণ


প্রকাশ: 19/11/2023


Thumbnail

রোববার (১৯ নভেম্বর) সকালে শহরের উত্তর তেহমুনী এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে হরতাল সমর্থনকারীরা। মিছিল শেষে  শতাব্দী ও শ্যামলী পরিবহন নামে দুইটি বাস ভাঙচুর করে ছাত্রদল ও যুবদল নেতা কর্মীরা। তবে পুলিশ আসার আগেই দ্রুত স্থান ত্যাগ করেন হরতাল সমর্থকরা।

 

উল্লেখ্য, ২৮ অক্টোবরের পর এটি বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার হরতাল পালিত হচ্ছে। লক্ষীপুর জেলা পুলিশ সবধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাবসহ বিজিবি সদস্যরা। সকাল থেকেই প্রধান প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছেন তারা। এছাড়া গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এদিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বেড়ির মাথা এলাকায় শিবিরের নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে ধাওয়া দেয় পুলিশ। সকালে দালাল বাজার, মিয়া রাস্তার মাথা ও ভবানীগঞ্জ এলাকায়সহ বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ করে বিএনপি শিবিরের নেতাকর্মীরা। 

 

অপরদিকে বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরের তিন চাকার ছোট যানবাহন চলাচল করছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭