ইনসাইড বাংলাদেশ

সন্দেহজনক ল্যাপটপ, কানাডাগামী যাত্রী আটক


প্রকাশ: 19/11/2023


Thumbnail


ল্যাপটপের ভেতর সন্দেহজনক ডিভাইস থাকার অভিযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কানাডাগামী যাত্রী আটক করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো রুটের ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সোমানী সুমিত। তার গ্রামের বাড়ি রাজশাহীতে। তবে তিনি সেগুনবাগিচা এলাকায় বাস করেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আটক সুমিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো রুটের যাত্রী ছিলেন। শনিবার দুপুর ২টার দিকে তিনি বিমানবন্দরে যান। এ সময় নিরাপত্তা তল্লাশির সময় তার ল্যাপটপ থেকে অবৈধ কিছু আছে এমন সংকেত পাওয়া যায়। পরে তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) এর পরিচালক উইং কমান্ডার মোহাম্মাদ মিরান জানান, ওই যাত্রীর ল্যাপটপ ও লাগেজে সন্দেহ কিছু জিনিস পাওয়া গেছে। তাই তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭