ইনসাইড গ্রাউন্ড

ফাইনালের আমেজেই খেলছে ২ দল, পাওয়ার প্লেতে ভারতের ৮০


প্রকাশ: 19/11/2023


Thumbnail

প্রথম পাওয়ার প্লেতে ভালো শুরু করেছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামা অস্ট্রেলিয়ার বোলারদের উপযুক্ত জবাব দিচ্ছিলেন ভারত অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটার রোহিত শর্মা।

প্রথম ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৮০। রান তোলার গড় ছিল ৮ করে। রান তোলার হিসাব ধারা অনুযায়ী বলা যায় ভালো শুরুর আভাস।

৪.২ ওভারে শুভমান গিল স্টার্কের বলে জাম্পার হাতে ধরা পড়েন দলীয় ৩০ রানে। গিল ৭ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে রোহিত দারুন শুরু করেও ৯.৪ ওভারে দলীয় ৭৬ রানে ট্রাভিস হেডের দারুণ এক ক্যাচে পরিণত হন ম্যাক্সওয়েলের বলে। রোহিত ফেরার সময় ৩১ বলে ৪৭ রান করেন ৪টি চারের সাহায্যে। আজকের ম্যাচে ৮টি চার হাঁকাতে পারলে ওয়ানডেতে ১ হাজার চার মারার রেকর্ড গড়তে পারতেন রোহিত।

অন্যদিকে অস্ট্রেলিার ফিল্ডাররাও দারুণ ফিল্ডিং করছেন শুরু থেকেই। পুরো গ্যালারি নীলাভ হয়ে আছে। পুরো গ্যালারি ভারত ভারত ধ্বনিতে মুখর। এটা অজি খেলোয়াড়দের জন্য দারুণ মানসিক চাপ। সেই মানসিক চাপকে সামলে তারা দারুণ লড়ে যাচ্ছেন। শুরু থেকেই ফাইনালের আমেজে খেলছে দুই দল।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭