ইনসাইড গ্রাউন্ড

নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন ‘নীল পদ্ম’


প্রকাশ: 19/11/2023


Thumbnail

ভারতের আহমেদাাবাদে চলছে ১৩তম বিশ্বকাপ আসরের ফাইনাল ম্যাচ। প্রতিদ্বন্দ্বীতা করছে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। দুটি দলই এর আগে ওয়ানডে বিশ্বকাপে বিশ্ব চ্যাপিম্পয়ান হওয়ার গৌরব অর্জন করেছিল। এরমধ্যে বেশিবার শিরোপা জয়ের ম্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া।

হলুদ জার্সিরা এর আগে পাঁচবার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে। আর নীল জার্সিরা ধরে দুইবার।


এবারের বিশ্বকাপ আসরে ভারত এখন পর্যন্ত অপরাজিত। তারা ১০টি ম্যাচের মধ্যে সবগুলোতেই জিতেছে। এমনকি এই অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্বের ম্যাচেও তারা ফেভারিট হয়েই হারিয়েছিল। আজ অজিদের সঙ্গেই ফাইনাল ম্যাচ।


নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় এই ম্যাচ শুরু হয়। কিন্তু, সকাল থেকেই এই ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুধু নীলের মেলা। পুরো স্টেডিয়াম যেন এক নীল সমুদ্র। নীলাভ আভায় আচ্ছাদিত নরেন্দ্র মোদী মাঠ।


চার-ছয় হলেই পুরো গ্যালারি যখন দাঁড়িয়ে যায় মনে হয় কতগুলো নীল পদ্ম ফুটে উঠতে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তারা ভারতের তৃতীয় শিরোপার খোঁজে মাঠে এসেছে। পুরো শহরও যেন ছেঁয়ে গেছে নীলে।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭