ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের ফাইনালে মাঠে ঢুকলো দর্শক, কি বার্তা দিলো?


প্রকাশ: 19/11/2023


Thumbnail

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ চলছে। এদিকে বিশ্বকাপের মাঠে যুদ্ধ হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। এই যুদ্ধের মধ্যেই আরেক যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে হাজির হলেন এক দর্শক। তিনি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিশ্ছিদ্র নিরাপত্তা বেস্টনী ভেদ করে কী করে মাঠে ঢুকলেন এই প্রশ্ন সামনে চলে এসেছে।


দর্শকাসনে রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসের। তার পরেও ফাইনালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। ভারতের ইনিংসের ১৪তম ওভারে ঢুকে পড়লেন এক দর্শক। খেলা ৪৫ সেকেন্ড বন্ধ রাখতে হয়। রাজনৈতিক বার্তা লেখা জার্সি, হাতে প্যালেস্টাইনের পতাকা এবং মুখে প্যালেস্টাইনের পতাকা আঁকা মাস্ক পরে মাঠে ঢুকে পড়েন তিনি।

 

সেই সময় বল করছিলেন অ্যাডাম জ়াম্পা। ব্যাট করছিলেন বিরাট কোহলি। চতুর্থ বলের আগেই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তিনি সোজা চলে যান কোহলির কাছে। তার সাদা জার্সিতে লেখা ছিল ‘স্টপ বোম্বিং। এরপর তিনি কোহলিকে জড়িয়ে ধরেন। স্বাভাবিকভাবেই কোহলি অপ্রস্তুত হয়ে ওই দর্শককে সরিয়ে দিতে চান। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যান। কিন্তু দর্শকাসন থেকেই সবই দেখতে পেয়েছেন অমিত শাহ এবং তাঁর পুত্র তথা বোর্ড সভাপতি জয় শাহ। রাজনৈতিক বার্তাও নিশ্চয়ই তাদের নজর এড়ায়নি। কারণ, ভারত ইসরায়েলকে সমর্থন দিচ্ছে।

 

ফাইনালে মোদী আসবেন বলে ম্যাচের আগের দিন থেকে কড়া নিরাপত্তা ছিল। নির্ধারিত এলাকার বাইরে গেলেই তেড়ে আসছিলেন নিরাপত্তারক্ষী এবং পুলিশেরা। সঙ্গে সঙ্গে বার করে দিচ্ছিলেন সেই এলাকা থেকে। স্থানীয় পুলিশ এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর ব্যস্ততা ছিল তুঙ্গে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রত্যেকে সতর্ক ছিলেন। তা সত্ত্বেও সে ধরনের ঘটনা এড়ানো গেল না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭