ইনসাইড গ্রাউন্ড

পুরো ভারতকে নিশ্চুপ করতে অজিরা রোহিতদের আটকালো ২৪০ রানে


প্রকাশ: 19/11/2023


Thumbnail

সর্বশেষ ২০০৩ সালে বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে পেয়েছিল। সেবার প্রথম ব্যাটিং করে অজিরা করেছিল ৩৫৯ রান। আর ভারত ২৩৪ রানে শেষ হয়ে যায়। এবার ভারত যে গতিতে ছিল পুরো টুর্নামেন্টে সে অনুপাতে ফাইনালে মুড়ির মতো চুপসে গেল। প্রথমে ব্যাট করে শক্তিশালী অস্ট্রেলিয়াকে নির্ধারিত ৫০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ২৪০ রানের লক্ষ্য দিয়েছে। রান তোলার গড় ৪.৮০।

শুরু থেকেই অজিরা নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দারুণ ফিল্ডিংয়ে ভারতের গত ১০ ম্যাচের ছন্দে বাঁধ সেঁধেছে। ভারতকে কম রানে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে মূল ভূমিকা রাখেন মিচেল স্টার্ক। তিনি ১০ ওভারে ৫৫ রানে ৩ উইকেট নেন।


ভারতের পক্ষে কে এল রাহুল ১০৭ বলে ৬৬ ও ভিরাট কোহলি ৬৩ বলে ৫৪ রান করেন।

 

প্রথম পাওয়ার প্লেতে ভালো শুরু করেছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামা অস্ট্রেলিয়ার বোলারদের উপযুক্ত জবাব দিচ্ছিলেন ভারত অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটার রোহিত শর্মা।

প্রথম ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৮০ রান। রান তোলার গড় ছিল ৮.০০। রান তোলার হিসেবের ধারা অনুযায়ী বলা যায় ভালো শুরুর আভাস ছিল।


৪.২ ওভারে শুভমান গিল স্টার্কের বলে জাম্পার হাতে ধরা পড়েন দলীয় ৩০ রানে। গিল ৭ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে রোহিত দারুন শুরু করেও ৯.৪ ওভারে দলীয় ৭৬ রানে ট্রাভিস হেডের দারুণ এক ক্যাচে পরিণত হন ম্যাক্সওয়েলের বলে। রোহিত ফেরার সময় ৩১ বলে ৪৭ রান করেন ৪টি চারের সাহায্যে। আজকের ম্যাচে ৮টি চার হাঁকাতে পারলে ওয়ানডেতে ১ হাজার চার মারার রেকর্ড গড়তে পারতেন রোহিত।

রোহিতের পর শ্রেয়াস আয়ার ফেরেন ৫ রানের ব্যবধানে। এরপর আশা জাগাচ্ছিলেন দূর্দান্ত ফর্মে থাকা ভিরাট কোহলি। তিনি দূর্ভাগ্যজনকভাবে ইনসাইডেজ হয়ে আউট হয়েছেন ১৪৮ রানের মাথায় ব্যক্তিগত ৫৪ রান করে। এরপর রবীন্দ্র জাদেজা ২৮.৩ ওভারে দলীয় ১৭৮ রানে ব্যক্তিগত ২২ বলে ৯ রান করেন। ২০৩ রানের মাথায় ৪১.৩ ওভারে শেষ নির্ভরযোগ্য ব্যাটার কে এল রাহুল আউট হয়ে যান ১০৭ বলে ৬৬ রান করে।

এরপর মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, কুলদ্বীপ যাদবরা অজিদের বোলিং তোপের কাছে খুব বড় কিছু করতে পারেননি।


দ্বিতীয় পাওয়ার প্লেতে ৩ উইকেটে এসেছিল ১১৭ রান। শেষ পাওয়ার প্লেতে টেইল-ইন্ডাররা পুরোই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এসময় ৫ উইকেটে এসেছে মাত্র ৪৩ রান।

মিচেল স্টার্ক দারুণ বল করেছেন। তিনি ১০ ওভারে ৫৫ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া জোস হ্যাজেলউড ১০ ওভারে ৬০ রানে ২ উইকেট ও অধিনায়ক প্যাট কামিন্স ১০ ওভারে ৩৪ রানে ২ উইকেট দখল করেন।



তবে উইকেট যে বোলিং সহয়াক তা ভারতীয় ব্যাটারদের বেশি বল খেলায় খানিকটা অনুমান করা যায়। অস্ট্রেলিয়ার শুরুতে ফিল্ডিং নেওয়ার কারণটাও এখানে অনেকটা পরিস্কার হয়ে যায়। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭