ইনসাইড গ্রাউন্ড

কম পুঁজিতেও পাওয়ার প্লেতে জমিয়ে লড়াই, ৩ উইকেটে ৬০ অজিদের


প্রকাশ: 19/11/2023


Thumbnail

বুমরার বলে বেঁচে গিয়েছিলেন। কিন্তু, দূর্দান্ত ফর্মে থাকা শামির বলে আর বাঁচলেন না ডেভিড ওয়ার্নার। অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন ওয়ার্নার, প্রথম তালুবন্দী করে ফেললেন কোহলি। শামি দ্বিতীয় ওভারে এসেই সফলও হলেন। ১৬ রানে প্রথম উইকেট হারালো অস্ট্রেলিয়া। ওয়ার্নাার ফিরলেন ৩ বলে ৭ রান করে ইনিংসের সপ্তম বলে।

অজিদের ইনিংসের ৪.৩ ওভারে বুমরাহ অফ স্টাম্পের বাইরের বল করলে ব্যাটের নিচের অংশে লেগে কে এল রাহুলের হাতে ক্যাচ দেন মিচেল মার্শ। দলীয় ৪১ রানে মার্শ ১৫ বলে ১৫ রান করে ফেরেন।

প্রথম ৪ ওভারে উঠেছিল ৪১ রান। পরের ১৫ বলে ২ রান। ফুললেংথে স্লোয়ার বল করে বুমরাহ স্মিথকে লাইন মিস করিয়ে এলবিডব্লু করলেন। স্মিথ আর রিভিউ নেওয়ারও প্রয়োজন মনে করেননি।

প্রথম ১০ ওভারের পাওয়ারে প্লের চ্যালেঞ্জে পেছনে পড়ে গেল অস্ট্রেলিয়া। তারা ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬০ রান করে। এসময় ভারতের ছিল ২ উইকেটে ৮০ রান।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭