ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, অধিনায়ক রোহিত


প্রকাশ: 20/11/2023


Thumbnail

নাটকীয় ফাইনাল হতে পারতো। তবে ক্লাইমেক্সে ঠাসা আর হলো কোথায়? ভারতের স্বল্প পুঁজিতে অজিরা রান তাড়া করতে নেমে ৪৭ রানে ৩ উইকেট হারানো ছাড়া আর কোনও মোমেন্ট টার্ম পাওয়া যায়নি। অজিরা স্বভাবজাতভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। ভারতের মাটিতেই প্রায় দেড় লাখ দর্শককে স্তব্ধ করে দিয়ে কাপ নিয়ে চলে গেল। এটাই নাটক বা বড় বিস্ময় হতে পারে।

এদিকে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যস্ত বিশ্বকাপের সেরা ও ফ্লপ একাদশ বাছাই করতে। এরই মধ্যে নিজেদের সেরা একাদশ প্রকাশ করেছে উইজডেন।

 

তাদের প্রকাশিত বিশ্বকাপের সেরা একাদশের ৬ জনই বিশ্বকাপে রানার্সআপ হওয়া ভারতীয় দলের। সেই একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। তার সঙ্গী হিসেবে রয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড।

 

উইকেটরক্ষক হিসেবে উইজডেন একাদশে রেখেছে লোকেশ রাহুলকে। পেসার হিসেবে একাদশে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি, ভারতের মোহাম্মদ শামি ও বুমরাহ। স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা।

 

উইজডেনের বিশ্বকাপ একাদশঃ রোহিত শর্মা, ট্র্যাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জেরাল্ড কোয়েটজি, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭