ওয়ার্ল্ড ইনসাইড

সেনাবাহিনীর মেডিকেল প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি


প্রকাশ: 20/11/2023


Thumbnail

ইউক্রেনের সামরিক বাহিনীর চিকিৎসা ব্যবস্থা পরিবর্তনের জন্য বাহিনীটির মেডিকেল ফোর্সের প্রধানকে রবিবার (১৯ নভেম্বর) বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল রবিবার প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরোভের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি এই সিদ্ধান্তের কথা জানান।

জেলেনস্কি জানান, সামরিক বাহিনীর মেডিক্যাল টিমের কমান্ডার মেজর জেনারেল টেতিয়ানা ওসমাশেঙ্কোকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, ‘সামরিক বাহিনীর চিকিৎসা ব্যবস্থার কার্যক্রমে দ্রুত পরিবর্তনের অংশ হিসাবে এ পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে যুদ্ধের মধ্যে আমাদের সেনাদের জন্য চিকিৎসকদের মৌলিকভাবে নতুন স্তরের চিকিৎসা সহায়তা প্রয়োজন। সাবেক মেডিকেল প্রধান এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন।’

তিনি বলেন, ‘আজকের বৈঠকের পর আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে করার সিদ্ধান্ত নিয়েছি। মেডিকেল টিমকে আমরা ঢেলে সাজাতে চাই’

প্রতিরক্ষামন্ত্রী উমেরভও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের পুরো সেনাবাহিনীতেই সংস্কার আনা প্রয়োজন তাই আমরা এই পদক্ষেপ নিয়েছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭