প্রকাশ: 20/11/2023
বিশ্বকাপ মানেই বিশেষ কিছু ঘটবে, বিশেষ কিছু ম্যাচ হবে। আর বিশেষ ম্যাচে
হবে বিশেষ কোনও রেকর্ড। যা ক্রিকেট ভক্তদের মনে গেঁথে থাকে যুগের পর যুগ। ওই বিশেষ
ম্যাচগুলোই দলগুলোকে নিয়ে যায় বিশ্বকাপের চূড়ান্ত সাফল্যের দিকে।
এবারের বিশ্বকাপের এমনই দূর্দান্ত ৫টি ইনিংসকে সেরা বলে ঘোষণা করেছে 'ক্রিকেটের
বাইবেল'খ্যাত ম্যাগাজিন উইজডেন। এক নজরে দেখে নেওয়া যাক উইজডেনের চোখে বিশ্বকাপের সেই
সেরা ইনিংসগুলো-
১। গ্লেন ম্যাক্সওয়েল
(১২৪ বলে ২০১*):
শুধু উইজডেনের নয়। পুরো ক্রিকেটবিশ্বের চোখেই এটি সেরা ইনিংস। মুম্বাইয়ে
আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার
গ্লেন ম্যাক্সওয়েল।
ম্যাচের মাঝখানে ইনজুরিতে পড়ে মাঠে শুয়ে পড়েছিলেন এই অসি ব্যাটার। সেখান
থেকে উঠে একপায়ে দাঁড়িয়ে খেললেন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সেরা ইনিংস। ২৯২ রানের লক্ষ্যে
ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ৯১ রানে হারিয়েছিল ৭ উইকেট। সেখান থেকে দলকে একাই টেনে
জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন ম্যাক্সওয়েল।
২। ট্রাভিস হেড
(১২০ বলে ১৩৭):
ফাইনালের চোখ ধাঁধানো ইনিংস। দুর্দান্ত এক ইনিংস খেলে হেড একাই শিরোপাবঞ্চিত
করে দিয়েছেন ভারতকে। আহমেদাবাদে ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়াকে ষষ্ঠ
শিরোপা তুলে দিলেন হেডই। জয়ের জন্য অসিদের প্রয়োজন ছিল ২৪১ রান। হেড একাই করলেন ১৩৭
রান।
৩। ডেভিড মিলার
(১১৬ বলে ১০১):
দলের কঠিন সময়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার
ডেভিড মিলার। তখন প্রোটিয়াদের ২৪ রানে ৪ উইকেট নেই। কলকাতায় প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার
এমন চাপের মুখে প্রোটিয়া ব্যাটার তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। দলকে
এনে দিলেন ২১২ রানের সম্মানজনক পুঁজি। যদিও অসিদের কাছে শেষমেষ হেরে বিদায় নিতে হয়েছে
দক্ষিণ আফ্রিকাকে, তবে মিলারের ইনিংসেই পাওয়া পুঁজি নিয়েই শেষ পর্যন্ত মরণপন লড়াই করে
তারা।
৪। ফখর জামান (৮১
বলে ১২৬):
দল থেকে বাদই পড়ে গিয়েছিলেন। সেখান থেকে এসে বেঙ্গালুরুর মাঠে ঝড় তুললেন
পাকিস্তানের ওপেনার ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে খেললেন দুর্দান্ত
১২৬ রানের ইনিংস। ওই ম্যাচে পাকিস্তানকে ৪০২ রানের লক্ষ্য দিয়েছিল কিউইরা। বৃষ্টির
কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওই ম্যাচে ২১ রানের জয় পায় পাকিস্তান। সেই ম্যাচে জয়ের
নায়ক ছিলেন ফখর।
৫। রহমানুল্লাহ গুরবাজ
(৫৭ বলে ৮০):
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে গুরবাজের ম্যাচজয়ী ইনিংস এটি।
গুরবাজের ৮০ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ২৮৪ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে ২১৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দিল্লির ওই ম্যাচে আফগান
স্পিনারদের তোপের মুখে পড়েই মূলত খেই হারিয়ে ফেলেছিল ইংলিশরা।
প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান
বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭