ওয়ার্ল্ড ইনসাইড

গাজার সংকটাপন্ন অবস্থা নিরসনে একসাথে শি-ম্যাক্রোঁ


প্রকাশ: 21/11/2023


Thumbnail

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় আরও গুরুতর মানবিক সংকট এড়াতে একমত হয়েছেন। সোমবার একটি ফোন কলে তারা ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় গাজায় আরও গুরুতর মানবিক সংকট এড়ানোর ব্যাপারটি উঠে এসেছে। তারা এ বিষয়ে একমত হয়েছেন বলে বেইজিংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

সিসিটিভি অনুসারে, শি ও ম্যাক্রোঁ সাধারণ উদ্বেগের আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে যোগাযোগ বজায় রাখার পাশাপাশি বিশ্বে শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে সম্মত হয়েছেন। তাদের মতে, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে পুনরাবৃত্ত সংঘাত সমাধানের মৌলিক উপায় হল ‘দুই রাষ্ট্র সমাধান 

দুই রাষ্ট্রপ্রধান মতামত বিনিময়ের মাধ্যমে মনে করেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার পরিস্থিতির আরও অবনতি এড়াতে বিশেষ করে আরও গুরুতর মানবিক সংকট এড়াতে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।

ফোন কলটি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনার চীন সফরের কয়েকদিন আগে এসেছে। গাজা সংঘাতে ‘উত্তেজনা কমানোর লক্ষ্যে সোমবার ফিলিস্তিন কর্তৃপক্ষ, ইন্দোনেশিয়া, মিসর, সৌদি আরব ও জর্ডানের শীর্ষ কূটনীতিকদের একটি প্রতিনিধি দল বেইজিংয়ে বৈঠক করেছেন।

উল্লেখ্য, ম্যাক্রোঁ এপ্রিল মাসে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে এসেছিলেন। তখন বেইজিংয়ে তাকে আথিতেয়তা করেছিলেন শি। তিনি দক্ষিণ শহর গুয়াংজুতে শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করেছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭