ইনসাইড বাংলাদেশ

প্রয়াত বিএনপি নেতাসহ ১৪০ জনের সাজা


প্রকাশ: 21/11/2023


Thumbnail

ঢাকার নিউমার্কেট থানার মামলায় চার বছর আগে প্রয়াত বিএনপি নেতা মো. আবু তাহের দাইয়াকেও সাজা দিয়েছেন আদালত। ওই সময়ে তিনি নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এছাড়াও রাজধানীতে নাশকতার অভিযোগে হওয়া পৃথক সাত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ অঙ্গসংগঠনের ১৪০ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। 

আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিউমার্কেট থানার মামলায় চার বছর আগে মৃত আবু তাহের দাইয়াকে সাজা দিয়েছেন আদালত। তবে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নিউমার্কেট থানায় মামলা হয়। এ মামলায় সাত নম্বর আসামি ছিলেন আবু তাহের। তদন্ত শেষে ওই বছরের ২১ জুলাই আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচার চলাকালে চার বছর আগে দাইয়া মারা যান। বিচার শেষে আবু তাহের, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মৃত দাইয়াসহ ১৪ জনকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় দেন।

অন্যদিকে একই আদালত পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পল্টন থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৫ জনের বিরুদ্ধে দুই বছরের করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের কাজে বাধা দান ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পল্টন মডেল থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।

এছাড়াও ২০১৩ সালে রাজধানীর তেজগাঁও থানার নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির ৭ কর্মীকে ২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ রায় দেন। পাশাপাশি প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তাদের আরও সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রাজধানীর বংশালে পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৬২ নেতাকর্মীকে সাড়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অন্যতম আসামি বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আখতার হামিদ খান পবন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এ রায় দেন।

২০১৮ সালের সেপ্টেম্বরে চকবাজার এলাকায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীকে ২ বছর ৩ মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ এ রায় দেন।

শাহজাহানপুর থানার নাশকতা মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীর ২ বছর ৩ মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ এ রায় দেন। এ ছাড়া ২০১৩ সালে দ্রুত বিচার আইনে পল্টন থানার মামলায় মেহেদী হাসান নামে এক বিএনপি কর্মীকে ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব এ সাজা দেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭