ইনসাইড গ্রাউন্ড

আবারও জাতীয় দলে ফিরলেন নাফিস ইকবাল


প্রকাশ: 21/11/2023


Thumbnail

তামিম ইকবালকে বিশ্বকাপ দলে নেওয়া হলো না। এরপর নাফিস ইকবাল নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ চলাকালীন অবস্থায় ডাগআউট থেকে তিনি বের হয়ে যান। ধারণা করা হয়েছিল তামিমকে দলে না নেওয়ায় তিনিও চলে যান।

যদিও পরে নাফিস জানিয়েছিলেন, পদত্যাগ করেননি তিনি। তাঁকে বিসিবির পক্ষ থেকেই টিম ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

 

যার ফলে বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে যাওয়ার সুযোগ হয়নি নাফিসের। তবে বিশ্বকাপ শেষে আবারও নাটকীয়তা। নাফিসকে আবারও পুরোনো দায়িত্ব ফিরিয়ে দিয়েছে বিসিবি।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আবারও কাজ শুরু করছেন নাফিস। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর মাঠে ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে কাজ করতে দেখা যায় তাকে। পরে নতুন করে দায়িত্ব পাওয়ার বিষয়টি তিনি স্বীকার করে জানিয়েছেন, বিসিবি নতুন করে আমাকে নিয়োগ দিয়েছে। কাজ শুরু করেছি। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭