ইনসাইড বাংলাদেশ

রোড টু ইলেকশন: ২০২৪


প্রকাশ: 21/11/2023


Thumbnail

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেমন হবে জাতীয় সংসদ নির্বাচন? এনিয়ে চলছে নানা রকম আলাপ আলোচনা। বাংলা ইনসাইডার বাংলাদেশের প্রথম নির্বাচন থেকে এ পর্যন্ত নির্বাচন গুলোর তথ্য উপাত্ত এক সাথে সন্নিবেশিত করে এই ধারাবাহিক প্রতিবেদন তৈরী করেছে আজ ষষ্ঠ পর্বে থাকছে ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ নির্বাচনের যাবতীয় তথ্য।

 

১। নির্বাচনঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬

ক. মনোনয়ন পত্র দাখিল

১৭ জানুয়ারি ১৯৯৬

খ.  মনোনয়ন পত্র বাছাই

১৮ জানুয়ারি ১৯৯৬

গ. মনোনয়ন পত্র ফেরত

 

ঘ. নির্বাচন তারিখ

১৫ ফেব্রুয়ারি ১৯৯৬

ঙ. মোট ব্যায়

৬৫ কোটি টাকা

চ. প্রধান নির্বাচন কমিশনার

বিচারপতি একে এম সাদেক

ছ. প্রার্থী জামানত

৫,০০০

 

২। মনোনয়ন পত্র বিষয়কঃ

ক. মোট আবেদনকারী

১,৯৮৭ জন

খ. মোট আবেদন বাতিল

১০৮

গ. মোট আবেদন ফেরত

১৪১

ঘ. বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

৪৯ (বিএনপি)

ঙ.অংশগ্রহণ কারী মোট দল

৪২

 

৩। ভোট বিষয়কঃ

ক. মোট ভোটার

৫,৬১,৪৯,১৮২ জন

       পুরুষ ভোট

 

       মহিলা ভোট

 

খ. মোট ভোট দেয়

১,১৭,৭৬,৪৮১ জন (২৬.৭৪%)

গ. মোট বৈধ ভোট

 

ঘ. পোলিং সেন্টার

 

ঙ. পোলিং বুথ

 

চ. মহিলা সদস্য নির্বাচন তারিখ

 

ছ. সংরক্ষিত মহিলা আসন

৩০

জ. রাষ্ট্রপতি নির্বাচন তারিখ

 

ঝ. সংসদের প্রথম অধিবেশন

১৯ মার্চ ১৯৯৬

 

৪। দল হিসাবে প্রার্থীঃ

ক্রমিক

রাজনৈতিক দল

মোট প্রার্থী

প্রাপ্ত আসন

প্রাপ্ত ভোট

শতাংশ

প্রতীক

১.

বিএনপি

৩০০

২৭৮

 

 

 

২.

ফ্রিডম পার্টি

 

 

 

 

৩.

স্বতন্ত্র

 

১০

 

 

 


                            মোট

১৪৫০

 

 

 

 

 

 

৫। জেলা হিসাবে ভোটারঃ

জেলা

আসন

ভোট কেন্দ্র

ভোট বুথ

মোট ভোট

মন্তব্য

১. পঞ্চগড়

 

 

 

 

 

২. ঠাকুরগাঁও

 

 

 

 

 

৩. দিনাজপুর

 

 

 

 

 

৪. নীলফামারী

 

 

 

 

 

৫. লালমনিরহাট

 

 

 

 

 

৬. রংপুর

 

 

 

 

 

৭. কুড়িগ্রাম

 

 

 

 

 

৮. গাইবান্ধা

 

 

 

 

 

৯. জয়পুরহাট

 

 

 

 

 

১০. বগুড়া

 

 

 

 

 

১১. নবাবগঞ্জ

 

 

 

 

 

১২. নওগাঁ

 

 

 

 

 

১৩. রাজশাহী

 

 

 

 

 

১৪. নাটোর

 

 

 

 

 

১৫. সিরাজগঞ্জ

 

 

 

 

 

১৬. পাবনা

 

 

 

 

 

১৭. মেহেরপুর

 

 

 

 

 

১৮. কুষ্টিয়া

 

 

 

 

 

১৯. চুয়াডাঙ্গা

 

 

 

 

 

২০. ঝিনাইদহ

 

 

 

 

 

২১. যশোর

 

 

 

 

 

২২. মাগুরা

 

 

 

 

 

২৩. নড়াইল

 

 

 

 

 

২৪. বাগেরহাট

 

 

 

 

 

২৫. খুলনা

 

 

 

 

 

২৬. সাতক্ষীরা

 

 

 

 

 

২৭. বরগুনা

 

 

 

 

 

২৮. পটুয়াখালী

 

 

 

 

 

২৯. ভোলা

 

 

 

 

 

৩০. বরিশাল

 

 

 

 

 

৩১. ঝালকাঠি

 

 

 

 

 

৩২. পিরোজপুর

 

 

 

 

 

৩৩. টাঙ্গাইল

 

 

 

 

 

৩৪. জামালপুর

 

 

 

 

 

৩৫. শেরপুর

 

 

 

 

 

৩৬. ময়মনসিংহ

 

 

 

 

 

৩৭. নেত্রকোনা

 

 

 

 

 

৩৮. কিশোরগঞ্জ

 

 

 

 

 

৩৯. মানিকগঞ্জ

 

 

 

 

 

৪০. মুন্সিগঞ্জ

 

 

 

 

 

৪১. ঢাকা

 

 

 

 

 

৪২. গাজীপুর

 

 

 

 

 

৪৩. নরসিংদী

 

 

 

 

 

৪৪. নারায়ণগঞ্জ

 

 

 

 

 

৪৫. রাজবাড়ী

 

 

 

 

 

৪৬. ফরিদপুর

 

 

 

 

 

৪৭. গোপালগঞ্জ

 

 

 

 

 

৪৮. মাদারীপুর

 

 

 

 

 

৪৯. শরিয়তপুর

 

 

 

 

 

৫০. সুনামগঞ্জ

 

 

 

 

 

৫১. সিলেট

 

 

 

 

 

৫২. মৌলভীবাজার

 

 

 

 

 

৫৩. হবিগঞ্জ

 

 

 

 

 

৫৪. ব্রাক্ষণবাড়িয়া

 

 

 

 

 

৫৫. কুমিল্লা

 

 

 

 

 

৫৬. চাঁদপুর

 

 

 

 

 

৫৭. ফেনী

 

 

 

 

 

৫৮. নোয়াখালী

 

 

 

 

 

৫৯. লক্ষ্মীপুর

 

 

 

 

 

৬০. চট্টগ্রাম

 

 

 

 

 

৬১. কক্সবাজার

 

 

 

 

 

৬২. খাগড়াছড়ি

 

 

 

 

 

৬৩. রাঙামাটি

 

 

 

 

 

৬৪. বান্দরবান

 

 

 

 

 

 

 

৬। অধিবেশনসমূহঃ

অধিবেশন

শুরু

শেষ

মোট দিন

মোট কার্যদিবস

প্রথম

১৯-৩-১৯৯৬

২৫-৩-১৯৯৬

৭ দিন

 

মোট কার্যদিবস ৪ দিন

 

স্পীকার

 

 

সংসদ নেতা

 

 

ডেপুটি স্পীকার

 

 

বিরোধী দলীয় নেতা

 

 

 

 

 

 

গৃহীত আইনঃ

ষষ্ঠ সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল '৯৬ গৃহীত হয়। ২১ মার্চ ৯৬ সংসদে এই বিল উপস্থাপিত হয় এবং ২৫ মার্চ ৯৬ বিলটি গৃহীত হয়। এই বিলে নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ক্ষমতা ও কার্যাবলীর বিষয় অন্তর্ভূক্ত করা হয়।

 বিলুপ্তঃ

৩০ মার্চ ৯৬ রাষ্ট্রপতি সংসদের বিলুপ্তি ঘোষণা দেন। এই সংসদ মাত্র ১১ দিন স্থায়ী ছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭