ওয়ার্ল্ড ইনসাইড

অবশেষে জিম্মি মুক্তিতে সমঝোতা করতে রাজি হলো ইসরায়েল


প্রকাশ: 21/11/2023


Thumbnail

গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জনকে।

এতদিন জিম্মিদের উদ্ধার করতে আন্তর্জাতিক বিভিন্ন মহলের চাপ উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। হামলা বন্ধের জন্য বিভিন্ন দেশের উদ্যোগ বা আহ্বান এক্ষেত্রে কোন কাজে আসেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত কোন যুদ্ধবিরতি দিবেনা ইসরায়েল।’

তবে এবার ইসরায়েল যুদ্ধবিরতি যেতে সম্মত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলভিত্তিক টেলিভিশন চ্যানেল কান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে তারা।

চ্যানেল কানের এক প্রতিবেদনে বলা হয়, ‘প্রথমবারের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরায়েল।  মূলত হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতেই ইসরায়েল এই সমঝোতায় আসতে আগ্রহী।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামাস যদি তার হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয়, তাহলে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদের ছেড়ে দেবে। এখন অপেক্ষা কেবল হামাসের জবাবের। হামাস যদি ইতিবাচক সাড়া দেয়, সেক্ষেত্রে সহজেই একটি সমঝোতা হতে পারে।’

জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারটি ইসরায়েল যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে দাবি করেছে কান।

একই দিনে সমঝোতার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানিয়েছিলেন, ‘জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত আছে। ‘দু’পক্ষের মধ্যে একটি সমঝোতার একটি পরিবেশ তৈরি হচ্ছে। আমরা আশা করছি এটি হবে তবে এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে।’

ইসরায়েলের দেওয়া তথ্যমতে, জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭