ইনসাইড গ্রাউন্ড

আজ বাংলাদেশ-লেবানন মুখোমুখি, পরিসংখ্যানে কে এগিয়ে?


প্রকাশ: 21/11/2023


Thumbnail

বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার মাটিতে ৭ গোল হজম করেছে বাংলাদেশ। এবার বাংলাদেশ ঘরের মাঠে মোকাবেলা করবে লেবাননের। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে দুই দেশ। অজিদের সঙ্গে হারলেও এবার জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে হাভিয়ের ক্যাবরেরার দল।

বাংলাদেশের চেয়ে শক্তিতে অনেকটাই এগিয়ে আরব দেশটি। ফিফা রেঙ্কিংয়ে এই মুহূর্তে ৭৯ নম্বরে আছে লেবানন। বাংলাদেশের অবস্থান ১৮৩ নম্বরে। রেঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও জয়ের স্বপ্নই দেখছে লাল সবুজের দল।

 

বাংলাদেশ-লেবানন এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল। এরমধ্যে ২বারই জিতেছে লেবানিজরা। আর একবার জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। সেটিও ২০১১ সালে। সেবার ২-০ গোল ব্যবধানের লেবাননকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর সর্বশেষ দুই দেখার দু’বারই হেরেছে বাংলাদেশ।

তুলনামূলক বাংলাদেশের চেয়ে শক্তিশালী লেবাননের বিপক্ষে বাংলাদেশ দলে পাচ্ছে না গুরুত্বপূর্ণ দুই তারকাকে। কার্ড সমস্যায় দুই ফরোয়ার্ড রাকিব হোসেন ও সাদ উদ্দিন এই ম্যাচে খেলতে পারছেন না। তবে তাদের বিকল্প খেলোয়াড় নিয়েই লেবাননকে হারাতে চান কোচ ক্যাবরেরা।

 

বাছাই পর্ব বাংলাদেশ হার দিয়ে শুরু করলেও লেবানন নিজেদের প্রথম ম্যাচে প্যালেস্টাইনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। আজকের ম্যাচে দুদলই থাকবে প্রথম জয়ের সন্ধানে।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭