ওয়ার্ল্ড ইনসাইড

বিল গেটসের ম্যানহোলে ঢুকার ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল


প্রকাশ: 21/11/2023


Thumbnail

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ম্যানহোলের ভেতরে ঢুকছেন । মূলত, বিশ্ব টয়লেট দিবসে সচেতনতার বৃদ্ধির পদক্ষেপ হিসেবে এই ভিডিও তৈরি করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের রাস্তার একটি ম্যানহোলের ঢাকনা খুলে ঢুকে সেখানকার একটি জাদুঘরে যাচ্ছেন মাইক্রেসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। মূলত বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে ভিডিওটি তৈরি করা হয়। 

স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ১৯ নভেম্বর পালন করা হয় বিশ্ব টয়লেট দিবস।

ভিডিওতে দেখা যায়, ম্যানহোলের ভেতরে ঢুকে তিনি বিজ্ঞানীদের সঙ্গে কথা বলছেন। ব্রাসেলসের অজানা অনেক ইতিহাসও জানছেন সেখানে।

ভিডিওর ক্যাপশনে বিল গেটস বলেন, ‘আমি বিশ্ব স্বাস্থ্য সুরক্ষায় এই সুয়েজ ব্যবস্থার ভূমিকা ও ব্রাসেলসের সুয়েজ ব্যবস্থার অজানা ইতিহাস জানলাম।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অভাবে প্রতি বছর ৮ লাখ ২৭ হাজার মানুষের মৃত্যু হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭