ইনসাইড ইনভেস্টিগেশন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান গ্রেপ্তার


প্রকাশ: 21/11/2023


Thumbnail

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে ঢালীকে বসিলার গার্ডেন সিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

অভিযোগ আছে, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকে কয়েকদিন ধরে চলা অবরোধ ও হরতালের সময় আতাউর রহমান ঢালীর নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর এলাকায় নাশকতা হয়। তার নেতৃত্বে সহযোগীরা গত ২৯ অক্টোবর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তার মোড় এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং দেশীয় অস্ত্রসহ হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জখম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। 

আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টির বেশি মামলা আছে। আতাউর রহমান ঢালী ও অনুসারীদের এসব নাশকতা ও সহিংসতার খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭