ইনসাইড গ্রাউন্ড

উত্তেজনার ম্যাচে ব্রাজিলকে হারিয়েই মারাকানা ছাড়ল মেসির আর্জেন্টিনা


প্রকাশ: 22/11/2023


Thumbnail

ঘরের মাঠেও দুর্দশা আর কাটানো হলো না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন হারের সঙ্গী হল ব্রাজিল।

বুধবার (২২ নভেম্বর) ঘটনাবহুল এক ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিখ্যাত মারাকানা স্টেডিয়াম ছেড়েছে মেসির আর্জেন্টিনা।

টানা দুই হারের ক্ষত নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মারাকানায় পা রেখেছিল সেলেসাওরা। কিন্তু ঘরের মাঠের ব্যাপক সমর্থনেও বদলালো না ব্রাজিলের গল্পটা। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হারটাই সঙ্গী ব্রাজিলের। খেলা গড়ানোর আগে দুই পক্ষের মারামারি, এক লালকার্ড ব্রাজিলের ক্ষতটাই কেবল বাড়িয়েছে।

ব্রাজিলিয়ান ফুটবলার জোলিন্টন রেড কার্ড দেখায়, ম্যাচের শেষের ১০ মিনিট দশ জন ফুটবলার নিয়ে খেলতে হয় ব্রাজিলকে।

ম্যাচ শুরুর আগে দর্শকদের মাঝে মারামারি। পুরো ম্যাচে ব্রাজিলের ফুটবলারদের বাজে খেলা। আর ফাউলের এক ম্যাচে শেষ দিকে ১০ জনে পরিণত হওয়া ব্রাজিল। কি দেখেনি ফুটবলপ্রেমীরা। যদিও উত্তেজনার এই ম্যাচে মাঠের খেলাটা তেমন জমে ওঠেনি।

প্রথম হাফে অগোছালো ফুটবল খেলেছে দুই দলের ফুটবলাররা। তবে দ্বিতীয় হাফে ওতামেন্দির করা গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওতামেন্ডি। তাতেই নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭