ইনসাইড গ্রাউন্ড

মাহমুদউল্লাহকে বিশ্বকাপের সেরা একাদশে রাখলেন এন্ডারসন


প্রকাশ: 22/11/2023


Thumbnail

মাহমুদউল্লাহ রিয়াদ ভারত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলবে কি না তা নিয়ে ছিল জটিলতা আর অনিশ্চয়তা। যাদেরকে নিয়ে ছিল প্রত্যাশার ঝাঁপি তারাই ফেইল করলো। আর অনিশ্চিত রিয়াদ বাংলাদেশ দলের সবচেয়ে বড় নিশ্চয়তা হয়ে দাঁড়ালেন। করলেন এবারের বিশ্বকাপ আসরে বাংলাদেশের হয়ে সর্বাধিক রান।

বিশ্বকাপ শেষে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারদের বাছাই করে একাদশ তৈরি করেছে অনেক গণমাধ্যম। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনও একাদশ সেরা একাদশ প্রকাশ করেছে।

ক্রিকেটের জনপ্রিয় সংবাদমাধ্যমগুলোর পাশাপাশি নিজেদের সেরা একাদশে কারা আছেন, সেটি জানাচ্ছেন ক্রিকেটবোদ্ধারা। ইংল্যান্ডের পেসার জেমি অ্যান্ডারসনও নিজের সেরা একাদশ বানিয়েছেন। তবে সেটি অন্যদের থেকে একেবারেই ব্যতিক্রম।

 

যেখানে বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদকে রেখেছেন অ্যান্ডারসন। ইংলিশ পেসারের সেরা একাদশকে ব্যতিক্রম বলার কারণ, তিনি প্রতি দেশ থেকে একজন করে খেলোয়াড় বেছে নিয়ে একাদশ তৈরি করেছেন। অংশগ্রহণ করা ১০টি দেশের ১০ জনের সঙ্গে ভারতের একজন বাড়তি ক্রিকেটারকে নিজের সাজানো দলে রেখেছেন অ্যান্ডারসন।

 

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার মধ্যেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলোচনায় ছিলেন তিনি। ৭ ইনিংসে প্রায় ৫৫ গড়ে করেন ৩২৮ রান।

অ্যান্ডারসনের বাছাই করা বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারাঃ

ডেভিড মালান (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), ভিরাট কোহলি (ভারত), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাশমতউল্লাহ শহীদি (আফগানিস্তান), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা), জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও মোহাম্মদ শামি (ভারত)।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭