ইনসাইড গ্রাউন্ড

পুসকাসের চেয়ে তিন গোল পিছিয়ে রোনালদো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/03/2018


Thumbnail

খেলা শেষ হতে এক মিনিটেরই কম সময় বাকী। একটু আগেই ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সমতায় এসেছে পর্তুগাল। আর শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ডান দিক থেকে কারেসমার ফ্রি-কিকে অনেকখানি লাফিয়ে দারুণ হেডে দলের জয় নিশ্চিত করেন রোনালদো। পর্তুগাল মিশরকে হারায় ২-১ গোলের ব্যবধানে।

এই ম্যাচের পর একটা কথা আবারও নতুন করে বলতে হয়- রোনালদো মানেই পর্তুগাল, পর্তুগাল মানেই রোনালদো।

মিশরের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে অনন্য এক রেকর্ডে নাম লিখিয়েছেন রোনালদো। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনে চলে গেছেন রোনালদো। ৩৩ বছর বয়সী এই তারকার সামনে আছেন দুজন- পুসকাস এবং আলি দাই।

এদিন মিশরের বিপক্ষে করা প্রথম গোলেই তিনে থাকা জাপানের কুনিশিগের(৮০টি) পাশে বসেন সিআরসেভেন। আর দ্বিতীয় গোলে ছাড়িয়ে যান কুশিনিগেকে। পর্তুগালের হয়ে ৮১ গোল করেছেন রোনালদো।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সামনে আছেন হাঙ্গেরি ও স্পেনের হয়ে ৮৪ গোল করা পুসকাস এবং শীর্ষে আছেন ইরানের হয়ে ১০৯ গোল করা আলি দাই।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭