ওয়ার্ল্ড ইনসাইড

লালু প্রসাদের ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/03/2018


Thumbnail

ভারতে পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে ১৪ বছরের কারাদণ্ড ও ৬০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার রাঁচির সিবিআইএর বিশেষ আদালত এই রায় দেন। তবে লালু প্রসাদের দণ্ড হলেও এই মামলার অন্যতম আসামি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

লালু প্রসাদকে দুমকা ট্রেজারি মামলায় ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় সাত বছর এবং দুর্নীতি দমন আইনে আলাদা ভাবে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে দুটি ধারায় ৩০ লাখ করে মোট ৬০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

১৯৯৫-১৯৯৬ সালে লালু প্রসাদ সহ ৩০ জন কর্মকর্তার বিরুদ্ধে দুমকা ট্রেজারি থেকে পশুখাদ্য ক্রয়ের নামে ৩ কোটি ১৩ লাখ রুপি আত্মসাতের অভিযোগ ওঠে। পশুখাদ্য কেলেঙ্কারির তিনটি মামলাতে পূর্বেই দোষী সাব্যস্ত হয়েছেন লালু প্রসাদ। গত বছর ডিসেম্বর থেকে তিনি বীরসা মুণ্ডা জেলে রয়েছেন।

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭