ইনসাইড গ্রাউন্ড

সাকিব কবে ফিরছেন নিশ্চিত নয়


প্রকাশ: 23/11/2023


Thumbnail

সাকিবের ২০১৯ বিশ্বকাপ স্বপ্নের মতো কেটেছিল। তাইতো এই বিশ্বকাপে তার প্রতি প্রত্যাশাও ছিল বেশি। কিন্তু, প্রত্যাশার চাপেই কি না সাকিব এবার মোটেও নিজেকে মেলে ধরতে পারেননি বিশ্বকাপে। বিশ্বকাপে সাকিবের পারফর্মেন্সের রেশ কাটতে না কাটতে তিনি আলোচনায় সংসদ নির্বাচন নিয়ে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। গতকাল সেই সাকিবই হঠাৎ হাজির মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে।

 

৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। তখনই বলা হয়েছিল, পুরোপুরি সুস্থ হতে তাঁর প্রায় ছয় সপ্তাহের মতো লেগে যাবে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাই সাকিবের খেলা হচ্ছে না। তাঁকে না পাওয়ার শঙ্কা আছে আগামী মাসের নিউজিল্যান্ড সফরেও। অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে না পারলেও সুস্থ হয়ে গেলে সাকিবকে দেখা যেতে পারে তিন টি–টোয়েন্টির সিরিজে।

 

সাকিবের আঙুলের চোটের সর্বশেষ অবস্থা দেখার পর বিসিবির মেডিকেল বিভাগও কবে নাগাদ সাকিব সুস্থ্য হবেন সে বিষয়ে পাকাপাকিভাবে কিছু বলতে পারেনি। তারা সাকিবের আঙুলের অবস্থাটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন ২৮ নভেম্বর আরেকটি এক্স–রে করানোর পর।

এ বিষয়ে সাকিব জানিয়েছেন, আঙুল ভালো না হওয়া পর্যন্ত খেলায় ফেরা নিয়ে কিছুই বলা যাচ্ছে না।’

বাংলাদেশ দল গতকাল রাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে। আগের রাতে ঢাকায় এসে নিউজিল্যান্ড দলও সিলেটে গেছে গতকাল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭