ইনসাইড গ্রাউন্ড

ভারতের নতুন অধিনায়কের প্রেস কনফারেন্সে মাত্র ২ সাংবাদিক!


প্রকাশ: 23/11/2023


Thumbnail

নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে গিয়েও জিততে পারেনি ভারত। বিশ্বকাপ না জিততে পারায় বিষন্ন গোটা ভরত। বোধহয় সেই প্রভাবই পড়লো অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সংবাদ সম্মেলনে। ক্রীড়া সাংবাদিকদের বেশিরভাগই আসেননি নতুন অধিনায়ক সূর্যকুমারের সংবাদ সম্মেলনে।

অথচ, ভারত ক্রিকেট প্রিয় একটি দেশ। আর সেই দেশেই ঘটলো এমন লজ্জাজনক ঘটনা। বিশ্বকাপের সময় যেখানে সংবাদ সম্মেলনগুলো গমগম করতো, প্রায় ২০০র বেশি সাংবাদিক আসন গ্রহণ করতেন। অনেককে আসন না পেয়ে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন কাভার করতে হয়েছিল, সেখানে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে মাত্র দুজন সাংবাদিককে পেলেন সুর্যকুমার। সংখ্যাটিও আবার মাত্র ২। এই সিরিজে নেতৃত্ব পাওয়া সূর্যকুমার যাদব তাই সংবাদ সম্মেলনে এসে অবাকই হয়েছেন। অথচ সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভারতের প্রতিটি ম্যাচে কমপক্ষে ১০০ জন সাংবাদিক ছিলেন দলটির অধিনায়কের সংবাদ সম্মেলনে।

 

তাই মুখে হাসি নিয়ে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসা দুই সাংবাদিককেই যেন সূর্যকুমার নিজে এভাবে প্রশ্ন ছুড়ে দিলেন, ‘মাত্র দুজন সাংবাদিক?’ চার মিনিটের সংবাদ সম্মেলনে দুজনই প্রশ্ন করে গেলেন। সেই দুই সাংবাদিক ছিলেন সংবাদ সংস্থা পিটিআই এবং এএনআইয়ের। দুজনে টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটারকে বেশ কিছু প্রশ্ন করার পর ক্ষান্ত হলেও ভারতীয় ব্যাটারের মুখ দেখে মনে হচ্ছিল আরও কিছু হলে খারাপ হতো না। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭