ইনসাইড বাংলাদেশ

রওশনের হাত ধরে এরশাদের শপথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/03/2018


Thumbnail

জাতীয় পার্টির মহাসমাবেশে রওশনের হাত ধরে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। মঞ্চে রওশনের হাত ধরে এরশাদ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা। নতুন করে আজ শপথ নিলাম।’

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় আয়োজিত মহাসমাবেশে এরশাদের আগে বক্তব্য দেন রওশন। বক্তব্য শেষ করে তিনি মঞ্চে দাঁড়িয়ে এরশাদকে কাছে আসার আহ্বান জানান। এ সময় রওশন এরশাদের হাত ধরেন ও শপথ নেন।

মহাসমাবেশ উপলক্ষে সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে জাতীয় পার্টির নেতা–কর্মীরা সমাবেশে যোগ দিতে থাকে। একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশ স্থল।

সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর ভাষণে বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই। জনগণ নিরাপদে ভোট দিতে পারুক, আমরা এটা চাই। সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য থাকবে।’

এরশাদ আরও বলেন, ‘মানুষ আমার কাছে বার্তা চায়। প্রথম বার্তা হচ্ছে, আমার ইতিহাস সৃষ্টি করব। আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করব। এ আমার বার্তা। আমরা প্রস্তুত। দেশ প্রস্তুত। ২৫-৩০ বছর আমরা ক্ষমতায় ছিলাম না। দুই দল ক্ষমতায় ছিল। তারা জনগণকে কী দিয়েছে? অন্যায়-অবিচার। নারীদের লাঞ্ছনা, বেকারত্ব। জনগণকে তারা কিছু দিতে পারে নাই। শুধু লম্বা লম্বা কথা।’

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান, সাংসদ আবু হোসেন প্রমুখ।

বাংলা ইনসাইডার/ এসএ/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭