ইনসাইড গ্রাউন্ড

পেরুর বিরুদ্ধে ভেনেজুয়েলাকে ‘অপহরণ’-এর অভিযোগ


প্রকাশ: 23/11/2023


Thumbnail

শুধু ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের উত্তাপ যেন এখনও ছড়িয়ে আছে বিশ্বকাপ বাছাইয়ের আয়োজনে। লাতিন আমেরিকার অন্য দুই দেশের খেলাতেও এই দৃশ্য দেখা গেল। এবারের ঘটনা যেন এক কাঠি সরেষ। খেলা হচ্ছিল পেরু ও ভেনিজুয়েলার মধ্যে। এর মধ্যে পেরুর বিরুদ্ধে জাতীয় দলকে ‘অপহরণ’ করার অভিযোগ উঠলো।

 

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্বের ম্যাচে দু’দেশের খেলা ১-১ ড্র হওয়ার পরেই এই ঘটনা ঘটেছে। ম্যাচেও ভালোই ঝামেলা হয়েছে।

 

ভেনেজুয়েলার অভিযোগ, ম্যাচের পর ফুটবলারদের নিয়ে বিমানে দেশে ফেরার সময় বাঁধে ঝামেলা। পেরু সরকার কিছুতেই ভেনেজুয়েলার বিমানে তেল ভরতে রাজি হয়নি। ফলে বিমান দাঁড়িয়ে থাকে পেরুর বিমানবন্দরেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রী ইভান গিল লিখেছেন, “ভেনেজুয়েলার বিরুদ্ধে আবার স্বেচ্ছাচারী কাজকর্ম শুরু করেছে পেরু। ফুটবলারদের দেশে ফেরার বিমানে তেল ভরতে দেওয়া হচ্ছে না। আমাদের দল মাঠে ভাল খেলেছে বলে তার প্রতিশোধ অন্য ভাবে নেওয়া হচ্ছে। এটা এক ধরনের অপহরণ।”

 

পেরুর সরকার জানিয়েছে, ভেনেজুয়েলা বাণিজ্যিক বিমান নিয়ে এসেছে। তাদের নিজস্ব কিছু বিধিনিষেধ রয়েছে। এর উপর পেরু সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। সমস্যা সমাধানের দ্রুত চেষ্টা করা হচ্ছে।”

 

শুধু এটাই নয়, ভেনেজুয়েলার অভিযোগ, তাদের ফুটবলাররা ম্যাচের পর যখন নিজের দেশের সমর্থকদের সঙ্গে হাত মেলাতে গিয়েছিলেন তখন তাদের উদ্দেশে লাঠি চার্জ করেছে পেরুর পুলিশ। ভেনেজুয়েলার ফুটবলার নাহুয়েল ফেরারেসির ডান হাতে ব্যান্ডেজের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, “এ ধরনের ঘটনা ঘটা মোটেই উচিত নয়। ম্যাচের পর সমর্থকদের অভিবাদন জানাতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হতে হবে এটা ভাবিনি।”

 

ম্যাচের পর আরও কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে পেরুর পুলিশকে দেখা গিয়েছে লাঠি নিয়ে ভেনেজুয়েলার ফুটবলারদের তাড়া করতে। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়েছে মাঠের এই ঘটনার পর। সম্প্রতি পেরুর সরকার একটি আইন করেছে যেখানে সমস্ত বেআইনি অভিবাসীকে সে দেশ থেকে তাড়ানোর কথা বলা হয়েছে। দেশের আর্থিক মন্দার জেরে পেরুতে থাকেন ১৫ লক্ষ ভেনেজুয়েলাবাসী। তারা অস্তিত্ব সঙ্কটে পড়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭