ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় শুক্রবার সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু, জানালো কাতার


প্রকাশ: 23/11/2023


Thumbnail

শুক্রবার সকাল ৭টা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। কাতারের রাজধানী দোহায় একটি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, যেসব জিম্মি একই পরিবারের, তাদের একত্রিত করা হবে। অবশ্যই প্রতিদিন বেশ কিছু বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়া হবে। চার দিনের মোট ৫০ জনকে মুক্তি দেওয়া হবে। বিকাল ৪টায় প্রথম ১৩ বন্দিকে মুক্তি দেওয়া হবে।

তিনি আরও বলেছেন, নিরাপত্তার কারণে গাজা থেকে বন্দীদের কোন পথে নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে তিনি তথ্য প্রকাশ করতে পারবেন না। 

অ-ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে আল-আনসারী বলেন, ‘জিম্মিদের অগ্রাধিকার দেওয়ার মানদণ্ডটি সম্পূর্ণরূপে মানবিক ছিল এবং আমাদের লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব নারী ও শিশুদের ক্ষতির পথ থেকে সরিয়ে দেওয়া। আশা ছিল এই চুক্তির মাধ্যমে পরিচালিত গতি আমাদের সবাইকে সময়মতো বের করে আনতে সাহায্য করবে। একইসঙ্গে, অবশ্যই, মানবিক বিরতির মাধ্যমে গাজার মানুষের কষ্ট কমে আসবে।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিরাপত্তা। আমাদের অপারেশন রুমের মাধ্যমে তারা যাতে নিরাপদে সেখানে পৌঁছায় তা নিশ্চিত করার দিকে আমরা মনোযোগ দেব।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭