ওয়ার্ল্ড ইনসাইড

পিটার হাস আসন্ন নির্বাচনে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা করেছিলেন: রাশিয়া


প্রকাশ: 23/11/2023


Thumbnail

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বেশ হস্তক্ষেপ করছেন বলে মনে করছে রাশিয়া। বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পিটার হাসের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তুলেছে দেশটি। বুধবার (২২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে বাংলাদেশে তার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে।

সেখানে বলা হয়েছে, গত অক্টোবরের শেষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনার বিষয়ে আলোচনার জন্য স্থানীয় বিরোধী দলের একজন সদস্যের সঙ্গে সাক্ষাত করেন। এ ধরনের উদ্যোগ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বড় ধরনের হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ নিয়ে নানা আলোচনা রয়েছে দেশে। এবার আন্তর্জাতিক মহল থেকেও পিটার হাসের ভূমিকা নিয়ে সমালোচনা করা হল।

বাংলাদেশের রাশিয়া দূতাবাসের অফিসিয়াল ভেরিভাইড ফেসবুক পেইজ থেকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ছবি সম্বলিত একটি পোস্টে তিনি বলেন, ‌‘নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।’

ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের প্রচেষ্টা, বিশেষ করে, বাংলাদেশিদের ইচ্ছার মাপকাঠির বাইরে থেকে নির্দেশ দেওয়ার প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য মনে করি।’ 

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় যারা বাধা দেবে তাদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘ভালো উদ্দেশ্যের কথা বলে বাইরে থেকে একতরফা বিধিনিষেধমূলক ব্যবস্থা নেওয়া হলে তা আরো ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করে। নিষেধাজ্ঞার চাপ বাস্তবে সমাজে উত্তেজনা প্রশমন, মানবিক পরিস্থিতির ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকাশে খুব কমই সাহায্য করে।’ 

গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা একটি রাশিয়ার জাহাজ বাংলাদেশে আসা নিয়ে বড় ধরনের জটিলতার মধ্যে পড়ে ঢাকা। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়কে নিষিদ্ধ জাহাজের বিষয়ে সতর্ক করেছিল। এরপর বাংলাদেশ সেই জাহাজকে এ দেশের বন্দরে ভিড়তে দেয়নি। সে সময় নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সরব হয়েছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭