ইনসাইড বাংলাদেশ

৫৪ কেজি ওজনের বাঘাইড় ধরা পড়েছে রাজশাহী


প্রকাশ: 24/11/2023


Thumbnail

রাজশাহীর পদ্মা নদীতে ৫৪ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে মাছটি স্থানীয় এক ব্যবসায়ী ৫০ হাজার টাকায় কিনে নেন। এর আগে বৃহস্পতিবার রাতে শাহ জামালের জালে মাছটি ধরা পড়ে।

শাহ জামাল বলেন, সন্ধ্যায় নগরীর পাশে পদ্মা নদীতে জাল ফেলি। প্রায় চার ঘণ্টা পর মাছটি জালে আটকা পড়ে। সকালে স্থানীয় ব্যবসায়ী বজলুর রহমান মাছটি ৫০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

স্থানীয় মাছের আড়ৎদার বজলুর রহমান বলেন, সকালে মাছটি নিয়ে আসলে আমি ৫০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। তারা মাছটি ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলেন। শ্যামপুর বালুঘাটের লোকজন নিজেরা মাছটি কিনে নিতে চায়।

                                                                                                                                                                     



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭