ইনসাইড বাংলাদেশ

জুনে ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক কার্যক্রম: জব্বার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/03/2018


Thumbnail

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন,  ‘ চলতি বছরে জুন মাসের মধ্যে দেশে ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।’

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ফাইভ জি প্রযুক্তিতে যেতে না পারলে বিশ্ব প্রযুক্তির সাথে তাল মেলানো যাবে না। সে জন্য এখন থেকেই সঠিক পরিকল্পনা নিতে হবে। দেশের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে বলে জানান মোস্তফা জব্বার।

এসময় আইসিটি বিভাগকে গতিশীল করতে ঢেলে সাজানোর  পরামর্শ দেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে উত্থাপনের জন্য চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান মন্ত্রী।

বাংলা  ইনসাইডার/এসএ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭