ইনসাইড গ্রাউন্ড

সাকিবকে মাশরাফির অভিনন্দন


প্রকাশ: 27/11/2023


Thumbnail

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত নাম সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব শুরুতে মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনে থেকে মনোনয়নপত্র তুলে আলোচনার জন্ম দিয়েছিলেন। শেষ পর্যন্ত মাগুরা-১ আসন থেকেই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান।

এর আগে রাজনীতির কোনও অভিজ্ঞতা ছিল না সাকিবের। প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব মনোনয়ন পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সাকিবের সাবেক সতীর্থ মাশরাফি বিন মুর্তজা।

মুজিব কোট পরা সাকিবের একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোম মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেন, ‘ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা…শুভকামনা নেতা।’

এর আগে, রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাগুরা-১ আসনে সাকিবের মনোনয়ন পাওয়ার ঘোষণা দেন।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭