ইনসাইড গ্রাউন্ড

জিম্বাবুয়েকে হারিয়ে আলোচনায় উগান্ডা


প্রকাশ: 27/11/2023


Thumbnail

টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে হারিয়ে আলোচনায় আফ্রিকারই আরেক দেশ উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে জিম্বাবুয়েকে হারালো দেশটি। এই জয়ে ইতিহাস গড়েছে উগান্ডা ক্রিকেট দল।

নামিবিয়ার উইন্ডহোকে রোববার (২৬ নভেম্বর) জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে উগান্ডা। দেশটির ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের মুখোমুখি হয়েছে ব্রায়ান মাসাবার দল। আর এই ম্যাচেই জয় তুলে নিয়েছে উগান্ডা। 

 

এই হারে বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইটা কঠিন হয়ে গেল জিম্বাবুয়ের জন্য। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে এখন সিকান্দার রাজার দল। বিশ্বকাপে জায়গা পেতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকতে হবে যেকোনো দলকে। উল্লেখ্য, এবারের ওয়ানডে বিশ্বকাপেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে।

 

শুরুতে ব্যাট করে সিকান্দার রাজার ৪৮ রানের লড়াকু ইনিংসে ১৩৮ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি উগান্ডার। ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও রিয়াজত আলী শাহ এবং আলপেশ রমজানির দুর্দান্ত ইনিংসে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ২৬ বলে ৪০ রান করেছেন রমজানি, ৪২ রান এসেছে ব্যাট থেকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭