ইনসাইড গ্রাউন্ড

‘অঘোষিত’ সেমিফাইনালে আজ সন্ধ্যা ৬টায় নামছে বসুন্ধরা


প্রকাশ: 27/11/2023


Thumbnail

এএফসি কাপের নকআউট পর্বে ওঠা থেকে আর দুই ধাপ দূরে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় আজ অস্কার ব্রুজোনের দলের জন্য মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচটি একরকম অঘোষিত ‘সেমিফাইনাল’। আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে টি-স্পোর্টসে।

আগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টসকে হারানোর পরই বসুন্ধরা কিংসেরসামনে দারুণ সুযোগ। আজকের ম্যাচে প্রথম লেগে হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি নকআউট পর্বে ওঠার পথটি সুগম করার সুযোগ বসুন্ধরার।

 

এএফসি কাপের এবারের আসরে মালদ্বীপে গিয়ে মাজিয়ার কাছে হারের সঙ্গে মদকাণ্ডে জড়িয়েছিলেন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার। তৌহিদুল আলম সবুজ, তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন এবং রিমন হোসেনকে শাস্তিও দিয়েছিল ক্লাবটি। তদন্তে দোষ কম হওয়ায় মোরসালিন ও রিমন জরিমানাতে পার পান। বাকি তিনজনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে কিংস। গত ১৯ সেপ্টেম্বর মালেতে সেই ম্যাচে বসুন্ধরা হেরেছিল ৩-১ গোলে।

 

দুই মাসেরও বেশি সময় পর এবার নিজ আঙ্গিনায় হিসাব চুকানোর মিশন মোরসালিনদের। স্বাগতিকদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে দলের অন্যতম সেরা তারকা রবসন রবিনহোর ইনজুরি। আজকের ম্যাচে এ ব্রাজিলিয়ানের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি। অবস্থা বুঝে তাঁকে মাঠে নামানোর পরিকল্পনা কোচ ব্রুজোনের। তবে এক রবসন নিয়েই পড়ে থাকতে চান না বসুন্ধরা কোচ।

 

মাজিয়ার বিপক্ষে জিতে পরের রাউন্ডে ওঠার স্বপ্নপূরণে আরেক ধাপ এগিয়ে যেতে চান ব্রুজোন। তিনি বলেন, ‘মাজিয়ার কাছে হারের পর আমরা পরের ম্যাচগুলোতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। বিশেষ করে মোহনবাগানের বিপক্ষে সর্বশেষ ম্যাচের জয়টি আমাদের নকআউট পর্বে ওঠার সুযোগ করে দিয়েছে। পয়েন্ট টেবিলের যে অবস্থা, তাতে শেষ দুই ম্যাচ জিতলে আমরা ইন্টার জোনাল প্লে-অফের সেমিফাইনালে উঠে যাব। আমি মনে করি, এটা শুধু বসুন্ধরার জন্যই নয়, বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ কিছু হবে। আপাতত আমরা মাজিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছি।’

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭