ইনসাইড গ্রাউন্ড

বিকেল ৫টায় গণমাধ্যমে কথা বলবেন তামিম ইকবাল


প্রকাশ: 27/11/2023


Thumbnail

তামিম ইকবালকে নিয়ে প্রায় প্রতিদিনই চর্চা হয় বাংলাদেশ ক্রিকেটে। কারণ, এখন পর্যন্ত তামিম দলের অপরিহার্য খেলোয়াড়। হঠাৎ অবসরের ঘোষণা, অধিনায়কত্ব ছাড়া তারপর বিশ্বকাপের দলে না থাকা সব মিলিয়ে তামিমের ভবিষ্যত পরিকল্পনা কি? তামিম হয়তো গণমাধ্যমের কাছে অনেক কিছুই পরিস্কার করবেন আজ বিকেল ৫টায়।

বনানী ডিওএইচএসের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করবেন তামিম। ইতোমধ্যে তামিমের বাসভবনের সামনে সংবাদকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে।

 

বাংলাদেশের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আজ বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে আলোচনা চলে তামিম-পাপনের। পাপনের বাসভবন থেকে বেলা দেড়টার কিছুক্ষণ পরই চলে যান তামিম। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো ধরণের কথাই বলেননি টাইগার এই ওপেনার।

এর আগে তামিম ইকবাল ইস্যুতে বিসিবি সভাপতি জানান, তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিপিএলের পর। পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদও শেষের দিকে। দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭