ওয়ার্ল্ড ইনসাইড

মালয়েশিয়া ভ্রমণে ভিসা লাগবে না চীন ও ভারতের


প্রকাশ: 27/11/2023


Thumbnail

চীন ও ভারতীয় নাগরিকদের জন্য বিনা ভিসায় মালয়েশিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে এ দুইটি দেশের মালয়েশিয়া ভ্রমণে কোন ধরনের ভিসা লাগবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। 

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, পর্যটন ও দেশের অর্থনীতিকে গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে ১ ডিসেম্বর থেকে আমরা চীনের নাগরিকদের ৩০ দিনের ভিসা-ফ্রি সুবিধা দেব।'

তিনি আরও বলেন, 'ভারতের নাগরিকরাও একই সুবিধা ভোগ করবেন।'

এর আগে, গত ২৪ নভেম্বর চীন ঘোষণা দিয়েছিল তারা ১৫ দিনের জন্য মালয়েশিয়া ও পাঁচটি ইউরোপীয় দেশের নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশের অনুমতি দেবে।ওই ছয়টি দেশ যথাক্রমে মালয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস। তারপর মালয়েশিয়া এই সিদ্ধান্ত নিলো।

মালয়েশিয়ায় সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৯০ লাখ ১৬ হাজার পর্যটক আগমন করেছে, যার মধ্যে চীন থেকে ৪৯ লাখ ৮ হাজার ৫৪০ জন এবং ভারত থেকে ২৮ লাখ ৩ হাজার ৮৮৫ জন পর্যটক এসেছে।

চীন এবং ভারত যথাক্রমে মালয়েশিয়ার চতুর্থ এবং পঞ্চম বৃহত্তম উৎস বাজার।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭