ওয়ার্ল্ড ইনসাইড

যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে ৪ দিন


প্রকাশ: 27/11/2023


Thumbnail

ইসরায়েল ও হামাসের মধ্যে চারদিনের যুদ্ধবিরতির শেষ দিন আজ। তবে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহন করছে সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই হামাস জানিয়েছে তারা শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি।   

অন্যদিকে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী ইসরায়েল সরকারও। এই মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভায়। 

এছাড়া চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য চাপ দিচ্ছে মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে বলে আশা প্রকাশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে জানা যায়, চলমান যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ চুক্তির শর্তপূরণ সাপেক্ষে মেয়াদ বাড়াতে রাজি ইসরায়েল সরকার। রোববার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে এই আলোচনা হয়। হামাস যদি প্রতিদিন ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে বলে মত দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা।

নতুন করে যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মিশর এবং কাতারের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি চুক্তিটি আরও ৪ দিন পর্যন্ত বাড়ানো হতে পারে। হামাস ইতিমধ্যে আরও চার দিনের জন্য লড়াই থামাতে সম্মত হয়েছে এবং আরও ১৫০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে তাদের হাতে থাকা জিম্মিদের মধ্য থেকে ৫০ জনকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যদি যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর আলোচনা বিফলে যায় তবে চলমান চারদিনের যুদ্ধবিরতি শেষ হলেই গাজায় পূর্ণ শক্তি নিয়ে পুনরায় হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী। আর একথা তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭