ইনসাইড বাংলাদেশ

নীলফামারীতে ছেলের কোদালের কোপে বাবা নিহত


প্রকাশ: 28/11/2023


Thumbnail

নীলফামারীর ডিমলায় ছেলের কোদালের কোপে বাবা আব্দুল আজিজ (৭০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ (৭০) ওই এলাকার মৃত পহাদ্দির ছেলে এবং তার বড় নুর ইসলামের কোদালের কোপে নিহত হন তিনি।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, 'জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওইদিন সকালে নিহত আজিজের সাথে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পার্শ্বে ভূট্টা লাগানোর জমিতে মারামারির ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার বাবা আব্দুল আজিজের মাথায় কোপ দেয়। সেই কোপে আজিজ গুরুতর হয়ে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।'

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন,'ঘটনার পর থেকে নিহতের ছেলে নুর ইসলাম পালিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭