ইনসাইড বাংলাদেশ

৩০ নভেম্বরের পর নির্বাচনে আসার সুযোগ নেই বিএনপির: ইসি আলমগীর


প্রকাশ: 28/11/2023


Thumbnail

আগামী ৩০ নভেম্বরের পর বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, ৩০ নভেম্বরের পর বিএনপির নির্বাচনে আসার আর কোন সুযোগ নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্হিবিশ্বের কোনো চাপ নেই। তারা শুধু আমাদের নির্বাচনের প্রস্তুতির তথ্য সম্পর্কে জানতে চেয়েছেন।

নির্বাচন সুষ্ঠু করতে আমাদের পদক্ষেপের কথা তাদের জানানো হয়েছে। তারাও আশা করে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। 

মতবিনিময় সভায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭