ইনসাইড বাংলাদেশ

কাল ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ


প্রকাশ: 28/11/2023


Thumbnail

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিকেল ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠক করতে চেয়ে গত বুধবার (২২ নভেম্বর) সিইসিকে ই-মেইল করেছিলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠকের জন্য সোমবার (২৭ নভেম্বর) সময় চেয়েছিলেন তিনি।

চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এ নির্বাচন উপলক্ষে আমরা এরই মধ্যে আপনাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছি। নির্বাচন কমিশনের চলমান এ কাজের জন্য আমরা আপনাদের প্রশংসা করি। আগামী সপ্তাহে আপনার সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করছি। ২৭ নভেম্বর বিকলে ৩টায় ইইউ মিশনের প্রধানদের সঙ্গে বৈঠকের সুযোগ করে দেবেন। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া ও আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি।
  
তবে ইসি সূত্রে জানা যায়, বেশিরভাগ নির্বাচন কমিশনার বর্তমানে বিভিন্ন জেলায় নির্বাচনী সফরে ঢাকার বাইরে রয়েছেন। এ জন্য ইইউকে ২৭ নভেম্বর সময় দেয়া সম্ভব হয়নি। তাই আগামী ২৯ নভেম্বর তাদের সময় দেয়া হয়েছে।
 
এর আগে গত ১৮ এপ্রিল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭