ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে সুড়ঙ্গে আটকা সকলেই ১৭ দিন পর উদ্ধার


প্রকাশ: 29/11/2023


Thumbnail

ভারতের উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ১৭ দিন আটকে থাকার পর অবশেষে ৪১ জন শ্রমিককেই উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৮টা ৩৮ মিনিটের দিকে তাদের নিরাপদে বের করে আনা হয় বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী।

খবরে বলা হয়েছে, সুড়ঙ্গ থেকে প্রথমে বেরিয়ে আসেন ঝাড়খণ্ডের বিজয় হোরো। এরপর ঘণ্টাখানেকের মধ্যে সব শ্রমিককে বের করে আনা হয়।

গত ১২ নভেম্বর ভোরে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নামে। এতে ভেতরে আটকা পড়েন ৪১ জন শ্রমিক। এতদিন ধরে তাদের বের করার জন্য নানাভাবে চেষ্টা চলছিল। কিন্তু ধ্বংসস্তূপ খুঁড়ে শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না।

তবে পাইপের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেখানে পৌঁছে দেওয়া হয় খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৪১ জনের অবস্থা আপাতত স্থিতিশীল। প্রয়োজন হলে তাদের হাসপাতালে নেওয়া হবে।

প্রসঙ্গত, ১৭ দিন আগে ১২ নভেম্বর সাড়ে ৪ কিলোমিটার সুড়ঙ্গ ধসে পড়ে। তাতে আটকা পড়েন বিভিন্ন রাজ্য থেকে যাওয়া কর্মরত ৪১ শ্রমিক। সেই থেকে দিন–রাত এক করে উদ্ধারকাজে নেমে পড়েছিল বিভিন্ন সংস্থা। বিদেশ থেকে আনা হয়েছিল যন্ত্রাদি। এসেছিলেন এ ধরনের বিপর্যয়ে উদ্ধারকাজ পরিচালনা করা বিশেষজ্ঞরা। সারা দেশের নজর ঘুরে গিয়েছিল হিমালয়ের পাদদেশের এই এলাকায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭