ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় যুদ্ধের চেয়ে রোগবালাইয়ে মারা যেতে পারে বেশি মানুষ: ডব্লিউএইচও


প্রকাশ: 29/11/2023


Thumbnail

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ইসরায়েলিরা যে বর্বর হামলা চালিয়েছে তা গণহত্যারই সামিল বলে এতদিন দাবি করে আসছে বিশ্ববাসী। এ পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ হাজার। এর মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। তবে বোমা হামলার এই বিভীষিকার চেয়েও গাজায় ভয়ঙ্কর রূপ নিতে পারে বিভিন্ন রোগের প্রকোপ। এমনই সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধের চেয়েও বেশি প্রাণহানি হতে পারে বিভিন্ন রোগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মারগারেট হ্যারিস এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা যদি ঢেলে না সাজানো হয়, তবে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছে, তার চেয়েও বেশি মানুষের মৃত্যু হতে পারে ব্যাপক হারে ছড়িয়ে পড়া রোগে।

উল্লেখ্য, মঙ্গলবার জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে মারগারেট হ্যারিস এসব আশঙ্কার কথা বলেন।

সূত্র: রয়টার্স



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭