ইনসাইড গ্রাউন্ড

রয়ে গেলেন দ্রাবিড়


প্রকাশ: 29/11/2023


Thumbnail

বিশ্বকাপের ১৩তম আসর বসেছিল ভারতে। আর এই আসরে ভারত শেষ পর্যন্ত হয়েছে রানার্সআপ। চমৎকার খেলেছে ভারত। ভারতীয় ব্যাটার-বোলারদের দাপটই ছিল বিশ্বকাপ জুড়ে। আর এই কৃতিত্বের অন্যতম দাবিদ্বার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও।

বিশ্বকাপ শেষে কথা উঠেছিল রাহুল কোচ হিসেবে থাকছেন কি না। এই নিয়ে কয়েক দিন বেশ জল্পনা-কল্পনাও চললো। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে দ্রাবিড়ই থাকছেন কোচ। বিসিসিআই তার সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেছে। তার কোচিং স্টাফও দায়িত্বে থেকে যাচ্ছেন।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। রাহুল ২০২১ সালে ভারতের জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব নেন।

বিসিসিআই বিবৃতি দিয়ে বলেছে, ‘২০২৩ বিশ্বকাপ দিয়ে রাহুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর তার সঙ্গে বোর্ডের খুব ভালো কথা-বার্তা হয়েছে। বোর্ড তার সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে।’

নতুন মেয়াদে দায়িত্বের বিষয়ে দ্রাবিড় বলেছেন, ‘ভারতীয় দলের সঙ্গে গত দুই বছর দারুণ উপভোগ্য ছিল। এই সময়ে আমরা অনেক উত্থান-পতন দেখেছি। তবে এই যাত্রায় অনেক স্মরণীয় মুহূর্তও আছে। আমাদের ড্রেসিংরুমে সংস্কৃতি ছিল অসাধারণ। সঠিক উপায়ে আমরা যথাযথ প্রস্তুতি নিতে উন্মুখ ছিলাম। যার প্রভাব সামগ্রীক ফলে দেখা গেছে।’

রাহুল দ্রাবিড় নতুন মেয়াদে দায়িত্ব পালন করতে সম্মত হওয়ার তাকে ধন্যবাদ দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, ‘পুনরায় হেড কোচের দায়িত্ব পালনে রাহুল সম্মত হওয়ায় আমি উচ্ছ্বসিত। আমি নিশ্চিত, তার অধীনে দল সাফল্যের নতুন মাপকাঠি নির্ধারণ করবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭