ইনসাইড গ্রাউন্ড

আইসিসির সদস্যপদ হারা শ্রীলঙ্কা, তারপরও আসছে বাংলাদেশে!


প্রকাশ: 29/11/2023


Thumbnail

বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে চলেছে অরাজকতা। এর জের ধরে সরকারি হস্তেক্ষেপ হয়েছে। তাই আইসিসি নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করে নিষেধাজ্ঞাও দিয়েছিল। অবশ্য পরে এক সভায় নিষেধাজ্ঞা শিথিল করে দেয়।

সদস্যপদ ফিরে না পেলেও শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমোদন দিয়েছে আইসিসি। ফলে সিরিজ খেলতে আর কোনো বাধা নেই দলটির।

আইসিসির ফিউচারস ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। আজ (বুধবার) লঙ্কান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে সেই সিরিজের ব্যাপারটি নিশ্চিত করেছে।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজে ২টি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। তবে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭