ইনসাইড পলিটিক্স

‘ভাইরাল’ ভিডিও নিয়ে মুখ খুললেন তৈমুর আলম


প্রকাশ: 30/11/2023


Thumbnail

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন পাওয়া তৈমুর আলম খন্দকারের কথোপকথনের একটি ভিডিও চিত্র সম্প্রতি ভাইরাল হয়। তাতে ফোনের ওপাশ থেকে তৈমুর আলমকে কিছু বলা হয়।

জবাবে তৈমুর আলম বলেন, ‘৫-এ (নারায়ণগঞ্জ-৫ আসন) কিনব না। প্রধানমন্ত্রীর সামনে যা বলার বলেছি। কথার পরিবর্তন করব না। ওনারা গাজীর (গোলাম দস্তগীর) কাছ থেকে বায়াসড (প্রভাবিত) হয়েছে। আমাদের দিয়ে যা খুশি করাবেন, তা হবে না।’

তৈমুর আলম খন্দকার ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে বুধবার (২৯ নভেম্বর) সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষজন আমাকে চায়। তারা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করার দাবি করতেই পারে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কোন কথার প্রসঙ্গে এটি বলেছি, তা–ও একটা বিষয়। সিট ভাগাভাগি হলে তো নৌকা চাইতাম।’

অবশ্য কথোপকথনটি কার সঙ্গে হয়েছে, তা প্রকাশ করতে রাজি হননি তৈমুর আলম।

গতকাল বিকেলে রাজধানীর পল্টনে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। ৩০০ আসনের মধ্যে ২৩০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দলটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭