ইনসাইড গ্রাউন্ড

কেউ যদি দেশের ক্ষতি করে সেটা সহজভাবে নেবেন না আকরাম


প্রকাশ: 30/11/2023


Thumbnail

ভারত বিশ্বকাপে বাংলাদেশ দারুণভাবে হতাশ করেছে। এই হতাশার কথা এখনও ভুলতে পারছেন না ক্রিকেট সমর্থকরা। ওয়ানডেতে অনেকদিন ধরেই ভালো খেলে যাওয়া এই বাংলাদেশের কেন বিশ্বকাপে ভরাডুবি হলো সেই কারণ খুঁজতেই তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।

বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের ব্যর্থতার কারণ বের করার জন্য একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে বিসিবি। এই কমিটিতে আছেন ৩ প্রভাবশালী বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহবুবুল আনাম ও আকরাম খান। তাদের মধ্যে এনায়েত হোসেন সিরাজ আহ্বায়ক এবং মাহবুবুল আনাম ও আকরাম খান তদন্ত কমিটির সদস্য।

 

এ ব্যাপারে গণমাধ্যমের মুখোমুখি হন আকরাম খান। তদন্তের ফলাফল যেটাই আসুক কঠোরভাবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন আকরাম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ভাবতে হবে আমরা নিজের জন্য খেলি না বাংলাদেশের জন্য খেলি। বাংলাদেশ কিন্তু সবার। এখানে ব্যক্তিগত কোনো লাভের জন্য, হিংসার জন্য বা শয়তানির জন্য কেউ যদি দেশের ক্ষতি করে সেটা সহজভাবে নেওয়া উচিত না এবং আমি নিবও না। যেই সত্য জিনিসটা বের হবে আমরা তা বোর্ডকে দিব এবং আশা করি বোর্ড সেটা সিদ্ধান্ত নিবে।’

 

আকরাম আরও বলেন, ‘বিশ্বকাপ আসলে এমন একটা জায়গা আপনি ৭-৮টা সিরিজ জিতেন হারেন কোনো কিছু আসে যায় না। কিন্তু বিশ্বকাপে এত আকর্ষণ থাকে সেখানে আসলে দেশ কেমন খেলে সবকিছু ফুটে ওঠে। সে জায়গায় আমাদের ভালো করা উচিত ছিল। এই বিশ্বকাপের আগে ৪ বছর ধরে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছিলাম। আমরা ভালোতো করিইনি আবার খারাপ করে এসেছি। যেটা আমাদের আশার মধ্যে ছিল না। কী কারণে খারাপ হয়েছে, কেন হয়েছে সেতা আমাদের বের করতে হবে। যেহেতু আমার মনে আছে ২০০৩ সালে আমি বিশ্বকাপে মাঝে দিয়ে গিয়েছিলাম দক্ষিণ আফ্রিকা। তখনও বাংলাদেশ দল অত ভালো করেনি। শুরুতে কানাডার কাছে হেরেছিল। তখন তদন্ত ঠিকই হয়েছে তবে সিদ্ধান্তে যায়নি। এবার যেহেতু আমি আছি এবং আমাদের বোর্ড সভাপতি কিন্তু বলেছেন উনি কিছু কঠিন সিদ্ধান্ত নেবেন। আমার মনে হয় এটাই সঠিক সময়।’

দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নামেও বেশ বড়সড় অভিযোগ উঠেছে গণমাধ্যমে। সেই ব্যাপারেও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আকরাম। তিনি বলেন, ‘যেগুলা নিউজ হয়েছে এটা সত্যি কিনা (সেটা আমরা দেখব), সত্য হলে কেন হয়েছে। এ ধরনেরতো হওয়ার কথা না। আমার কাছে জুনিয়র ক্রিকেটার যেমন গুরুত্বপূর্ণ, কোচও গুরুত্বপূর্ণ। সবাইকে যাচাই করা হবে। সবার সাথে আলাপ হবে এরপর সিদ্ধান্ত নিব। যেই দোষী হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

 

তদন্তের ফলাফল এবং তা কার্যকর হওয়া নিয়েও আকরাম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সিদ্ধান্ততো বোর্ডে আসবে। অবশ্যই এই রিপোর্ট যেন কার্যকর হয় তা আমি নিশ্চিত করব নাহলে এখানে আমার থাকারতো দরকার নেই। সবকিছু যাচাই করব সত্য মিথ্যা যা আছে। যতটুকু পারি ১০০% যাচাই করব।’

 

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭