ইনসাইড বাংলাদেশ

দ্বাদশ নির্বাচনে হিরো আলমের মার্কা ডাব


প্রকাশ: 30/11/2023


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নেওয়া এই কন্টেন্ট ক্রিয়েটরের নির্বাচনী প্রতীক (মার্কা) ডাব।

হিরো আলমের হয়ে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জানান, বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়ন জমা দেওয়া হয়েছে।

এর আগে, বুধবার বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।  মনোনয়নপত্র জমাদানের পরে বাংলাদেশ প্রতিদিনকে হিরো আলম বলেন, 'চেষ্টা ছিল আরও দুইটি আসন থেকে নির্বাচন করার। কিন্তু দুবাই সফরের কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। আজ সকালে সেখান থেকে ফিরেই বগুড়া-৪ আসনের মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম সম্পূর্ণ করি।'

হিরো আলম আরও বলেন, 'এবার আমার দলের মার্কা ডাব। এই মার্কা নিয়ে মাঠে ঘাটে চষে বেড়াতে চাই।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭