ইনসাইড পলিটিক্স

আওয়ামী লীগ-আওয়ামী লীগ লড়াইয়ে সুবিধা পাবে তৃতীয় পক্ষ


প্রকাশ: 30/11/2023


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে একজন করে প্রার্থী দিয়েছে দলটি। বিগত জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার কড়া নির্দেশনা থাকলেও এবার তার বিপরীত নির্দেশনা রয়েছে দল থেকে। স্বতন্ত্র প্রার্থী হতে ইচ্ছুকদের নির্বাচনে উৎসাহিত করা হচ্ছে এবার। নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে দলের হাইকমান্ড স্বতন্ত্র প্রার্থীদের সহযোগিতার নিদের্শ দিয়েছেন। আবার দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাতেও আপত্তি নেই, নেওয়া হবে না কোনো ব্যবস্থাও। হাইকমান্ডের এমন নিদের্শনায় ভরসা পেয়ে নির্বাচনের ঘোষণা দিচ্ছেন অনেক নেতা। প্রায় দুই শতাধিক নেতা ইতোমধ্যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এর ফলে সারা দেশে আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ছড়াছড়ি থাকবে তা বলাই বাহুল্য। আর এর ফলে নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু সারা দেশে এত বেশি সংখ্যক স্বতন্ত্র প্রার্থীদের ছড়াছড়িতে কিছুটা বেগ পেতে হতে পারে আওয়ামী লীগকে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বতন্ত্র প্রার্থীদের ছড়াছড়িতে নির্বাচন যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ঠিক তেমনিভাবে কোন কোন আসনে আওয়ামী লীগ প্রার্থী কোণঠাসা হয়ে পড়বে। আর সেখানে সুবিধা পাবে তৃতীয় কোন পক্ষ। প্রায় অর্ধশতাধিক আসনে এমন হতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর মধ্যে রয়েছে ঢাকা-৪ আসন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সানজিদা খানম। তবে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের ড. আওলাল। আসনটিতে বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। এখানে আওয়ামী লীগ প্রার্থী বনাম স্বতন্ত্র প্রার্থীর লড়াইয়ে বড় সুবিধা ভোগ করবেন সৈয়দ আবু হোসেন বাবলা। 

একই অবস্থা দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ-১ আসনে। দলীয় মনোনয়ন না পেয়ে নারায়ণগঞ্জ–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। এখানে দলীয় মনোনয়ন পেয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। একই আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। এখানেও শাহজাহান ভূঁইয়া ও গোলাম দস্তগীর লড়াইয়ে বাড়তি নজর কাড়বে তৈমুর আলম।

ফরিদপুর-৪ আসনে এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। এর আগে তিনি পরপর দুবার নৌকা নিয়ে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) কাছে। বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য নিক্সন এবারও নৌকা চেয়ে পাননি। তবে আগের মতোই থাকছেন ভোটের লড়াইয়ে। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লড়াইয়ে এখানে লাম লাইটে আসতে পারে তৃণমূল বিএনপির প্রার্থী প্রিন্স চৌধুরী।

সিরাজগঞ্জ-২ আসনে এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন হাবিবে মিল্লাত। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোছা: জান্নাত আরা হেনরী। তবে স্বতন্ত্র ভাবে নির্বাচনের কথা জানিয়েছেন হাবিবে মিল্লাত। ফলে এখানেও বিশেষ সুবিধা অপেক্ষা করছে জাতীয় পার্টির প্রার্থী মো: আসিনুল ইসলাম ঝন্টুর।

স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন ফরিদপুর-১ আসনে কৃষক লীগের সাবেক সহসভাপতি মো. আরিফুর রহমান দোলন। আসনটিতে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আব্দুর রহমান। দুই আওয়ামী লীগের নেতা লড়াইয়ে এখানে জয়ের সম্ভাবনা দেখছেন জাতীয় পার্টির প্রার্থী আক্তারুজ্জামান খান।

ফরিদপুর-৩ আসনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ স্বতন্ত্র নির্বাচনের কথা জানিয়েছেন। দলীয় মনোনয়ন পেয়েছেন শামীম হক। এখানে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করবেন এস এম ইয়াহিয়া। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াইয়ে এখানে ইয়াহিয়ার জয়ের উন্মূক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে।

বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। স্বতন্ত্র প্রার্থী হয়ে তার বিরুদ্ধে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। লাঙ্গল মার্কায় নির্বাচন করবেন ইকবাল হোসেন তাপস।

সারাদেশে স্বতন্ত্র প্রার্থীদের প্রাপ্ত খবরে দেখা গেছে প্রায় দেড় অর্ধশতাধিক আসনে আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর লড়াইয়ে তৃতীয় পক্ষ (জাতীয় পার্টি বা তৃণমূল বিএনপি) একটা বড় ধরনের সুবিধা পাবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কৌশল দলটিকে ভোটের মাঠে কোণঠাসা করে কিনা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭